বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের ঘোষণা সরকারের কুরুচিপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। রবিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল বলেন, জনগণের হৃদয় থেকে জিয়ার নাম মুছে ফেলা সম্ভব নয়। সরকার মুক্তিযোদ্ধা জিয়াকে অসম্মান করে হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাই সরকারের উচিত এমন মনোভাব থেকে সরে আসা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, বিএনপি নেতা এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, মো সালাউদ্দিন, নুরুল আমিন, আব্দুল আউয়াল, জসিম উদ্দিন সিকদার, কর্নেল বাহার ও চেয়ারম্যান মো. সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই