৩ মার্চ, ২০২১ ১৭:৩৪

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় পারভিন আকতার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে হত্যা ও ডাকাতির অপরাধে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪ এর বিচাকর শরীফুল আলম ভূঁঞা এ দণ্ডাদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফটিকছড়ির ১৯ নম্বর সমিতির হাট ইউনিয়নের সাদেক নগরের মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইয়াছিন (২৭), হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মো. মুসার ছেলে মনসুর (২৫), একই এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৈয়ব প্রকাশ রানা (২৪) এবং সৈয়দুর রহমান বাড়ির আহমদ ছফার ছেলে মো. ইসহাক। মো. ইয়াছিন ছাড়া অন্য তিন আসামি পলাতক।               

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪ এর এপিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, পারভিন আক্তার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ধারায় চারজনের মৃত্যুদণ্ড ও দস্যুতার ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়েছে।    

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর