৪ মার্চ, ২০২১ ১৮:৫৫

পরিবেশ দূষণ বন্ধে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরিবেশ দূষণ বন্ধে আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের পটিয়া উপজেলার ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়নে আটটি শিল্প প্রতিষ্ঠান কর্তৃক ভূ-গর্ভস্থ পানি উত্তোলন ও পরিবেশ দূষণ বন্ধে উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়ন এবং সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, পরিবেশ দূষণরোধ করা, ইটিপি বিহীন সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে বেলার আয়োজনে পটিয়া উপজেলার পাচরিয়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।   

মানববন্ধনে উপস্থিত ছিলেন এড. জিয়াউদ্দীন আহমেদ, এড. মুজিবর রহমান খাঁন, কলামিস্ট মুসা খাঁন, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুস খাঁন জসিম, হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাঁচরিয়া হালিমা রহমান উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমদ, বেলার প্রোগ্রাম এন্ড ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এএইচএম জিয়াউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের আটটি শিল্প প্রতিষ্ঠান ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে চরকানাই, হুলাইন, পাঁচরিয়া ও হাবিলাসদ্বীপ গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত ৩৫০টি টিউবওয়েল বিকল পড়ে আছে। ফলে গ্রামগুলোর ৪০ হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে আছে।  আটটি শিল্প প্রতিষ্ঠানের বেশির ভাগেরই পরিবেশ ছাড়পত্র ও কার্যকর ইটিপি নেই।

ফলে তারা তাদের প্রতিষ্ঠানের অপরিশোধিত বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী খালগুলোতে ফেলছে। গ্রামগুলোতে সুপেয় পানির পাশাপাশি চাষাবাদযোগ্য পরিষ্কার জলেরও সংকট দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আটটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ৪৪০/১৫ দায়ের করে। 

উচ্চ আদালত ২০১৯ সালের ২৬ নভেম্বর ৮টি শিল্প প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি বিভাগ বরাবরে ১৩টি নির্দেশনা প্রদান করে পূর্ণাঙ্গ রায় প্রদান করেন। রায় প্রদানের এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত আদালতের তা বাস্তবায়ন হয়নি। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর