চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় নালার ভেতর থেকে মো. ফারুক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, পারিবারিকভাবে বিস্তারিত জানা না গেলেও ফারুক বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো। তাছাড়া মাদকাসক্তও ছিল।
মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে বলে জানান ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার