চট্টগ্রাম অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি মালবাহি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো শফিকুল্লাহ এবং ওবায়দুল হক। দিনের অপর একটি অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ ফজলুল করিম নামে আরেক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার