দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীকে বসবাসযোগ্য ও ভোক্তাবান্ধব নগরে পরিণত করতে ১২ দফা দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর কাছে ১২ দফা সুপারিশমালা সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস. এম নাজের হোসাইনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি এম নাসিরুল হক, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগর সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, চান্দগাঁও থানার সভাপতি মো. জানে আলম প্রমুখ।
১২ দফা প্রস্তাবনার মধ্যে আছে, নগরীতে ভেজালমুক্ত খাদ্য, পণ্য, শাক-শবজি, ফলমুল, মাছ, মাংশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের নজরদারি জোরদার, স্বাস্থ্য বিভাগের আওতায় স্যানিটারি ইন্সপেক্টদের নগরীর খাদ্যপণ্যের দোকানগুলো নিয়মিত পরিদর্শন করা, পশু জবাই করার পূর্বে ভেটেনারি সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করা নিশ্চিত করা, নগরীর বাজারগুলোর নোংরা, অস্বাস্থ্যকর ও পরিবেশ উন্নত করা, স্লাটার হাউজগুলো পরিস্কার, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যত্রতত্র ফুটপাত ও রাস্তায় খাবারের দোকান, হোটেলগুলোর খাবার বিক্রি বন্ধ করা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৭টি বাজারকে নিয়মিত নিত্যপণ্যের বাজার দর মনিটরিং, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, পুলিশ, চেম্বার, ক্যাব প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি সমন্বয়ে বাজার ভিত্তিক মনিটরিং কমিটি গঠন করা, মশক নিধন কর্মসূচিকে নাগরিক পরীবিক্ষণের আওতায় আনা ইত্যাদি।
বিডি প্রতিদিন/এ মজুমদার