চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল ইয়াবা জব্দ করা হয়। অভিযানে মো রুবেল এবং মানিক হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবার পরিবহণের কাজে ব্যবহার করা একটি মাইক্রো বাসও জব্দ করা হয়। মঙ্গলবার রাতে মহাসড়কের চন্দনাইশ সদর এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দহভাজন মাইক্রোবাস তল্লাশী করে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার