চট্টগ্রামের ঐতিহাসিক আবদুল জব্বারে ১১২তম বলীখেলা ও মেলা স্থগিত করা হয়েছে। বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাবের কারণে আয়োজক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বুধবার দুপুরে মেলা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন, বলীখেলা ও মেলা কমিটির সহ সভাপতি সাবেক কাউন্সিলর এম এ মালেক ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর এস এম জাফর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব, সম্পাদক মন্ডলীর আখতার আনোয়ার বাদল সাংবাদিক নেতা আইয়ুব আলী ও মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবু প্রাসাদ প্রমূখ।
কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ১৯০৯ সাল থেকে প্রতি বছর ১২ বৈশাখ দেশের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এটা চট্টগ্রামের মানুষের প্রাণের অনুষ্ঠান। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতবছর এ মেলা অনুষ্ঠিত হয়নি। এখানো করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া এবং জনসমাগম ঝুঁকিপূর্ণ থাকায় আগামী ১৪২৮ বাংলা ১২ বৈশাখ মেলা ও খেলা স্থগিত ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হলে আবার এই প্রাণের মেলা ও বলীখেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার