ঢাকার ধামরাই এলাকার ছয় কিশোর কিশোরী। একই সাথে লেখা পড়া ও বেড়ে উঠা। তাদের মধ্যে প্রেমও হয় একই সাথে। ঢাকা থেকে পালিয়ে চট্টগ্রামে এসে বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের।
পরে পুলিশী বাঁধায় ভেস্তে যায় তাদের বিয়ের পরিকল্পনা। শুক্রবার রাতে তাদের কোতোয়ালী থানায় নিয়ে আসার পর শনিবার সকালে তাদের বাবা-মা’র হেফাজতে দেয়া হয়।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, পালিয়ে বিয়ে করতে শুক্রবার সকালে তারা পতেঙ্গা এলাকার পরিচিত একজনের কাছে পালিয়ে আসেন। কিন্তু ওখানে স্থানীয় কিছু ছেলের হাতে ইভটিজিংয়ের শিকার হলে ভয়ে তারা স্টেশন রোড এলাকায় চলে আসে।
এসময় তাদের কথা বার্তায় সন্দেহজনক মনে হলে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা পালিয়ে বিয়ে করার পরিকল্পনার কথা জানান পুলিশকে। তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় হেফাজতে নিয়ে পরিবার পরিজনকে ঢাকা থেকে নিয়ে আসা হয়। শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের বাবা মার হেফাজতে দেয়া হয়।
ওসি বলেন, ‘তারা ছয় জনই কম বয়সী। তাদের কোনো আত্মীয়স্বজন, চেনা-পরিচিত লোকজনও নেই শহরে। তাই যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারত। পুলিশী তৎপরতায় বড় ধরেন ঘটনা এড়ানো গেছে।
জানা যায়, পালিয়ে আসা তিন কিশোরী ধামরাইয়ের এক বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। কিশোর তিন জন অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। শুরুতে দুই জন পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করে। পরে তাদের সাথে যুক্ত হয় বাকি চার জন।
বিডি প্রতিদিন/আবু জাফর