চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়ককুন্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় শংকর চন্দ্র বড়ুয়া (৫০) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষক শংকর মিরসরাই উপজেলার হাইদকান্দি এলাকার কুমার চন্দ্র বড়ুয়ার ছেলে।
কক্সবাজার জেলার উকিয়া থানার কুতুুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। সোমবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, শংকরকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার