চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলামের বাড়ি পূর্ব চাম্বল এলাকায়।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাম্বল বাজারে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, নুরুল ইসলাম স্থানীয় বাজারে মুরগীর দোকান পরিচালনা করতেন। রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন