চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন স্বামী। গত মঙ্গলবার রাত ১১টার দিকে একটি ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ (৫২)। তিনি কাপাসগোলা এলাকার মৃত সাধন চন্দ্র ঘোষের ছেলে।
প্রদীপ ঘোষের ছোট ভাই শৈবাল ঘোষ বলেন, স্ত্রী অভিমান করে বোনের বাসায় চলে যায় একদিন আগে। বড় ভাই বাসায় অনেক সময় দরজা বন্ধ করে ঘুমের ওষুধ খাওয়ার পর টানা ৬-৭ ঘণ্টা ঘুমান। ওইদিনও ঘুমাচ্ছেন মনে করে কেউ ডাকেননি। পরে রাতে বাসায় আসার পর দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘স্ত্রীর সঙ্গে অভিমান করে ফ্যানে ঝুলে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার রাত ১টার দিকে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার