চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মারুফ, স্থানীয় বিএনপি নেতা মো. আলীকে আটক করে পুলিশ।
সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে পাঁচলাইশের একটি হাসপাতাল থেকে আটক করা হয়।
নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস জানান, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, তার ব্যক্তিগত সহকারী মো. মারুফ ও পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীকে পুলিশ আটক করে কোতোয়ালী থানায় নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন