চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার শাকুর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (১২ মে) রাতে শাকুকে রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে গ্রেফতার করে র্যাব। একইদিন মিতুর বাবা মোশাররফ হোসেনের পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় শাকু সাত নম্বর আসামি।
২০১৬ সালের ৫ জুন সকালে জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।
বিডি প্রতিদিন/আরাফাত