চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজছাত্র আলমগীর হোসেন ইমনকে (২৪) পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ইমন চর খিজিরপুর গ্রামের আব্দুর সালামের ছেলে। তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।
বোয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘ইমনদের পরিবারের সঙ্গে প্রতিবেশী খোরশেদ নামে একজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ইমনকে পিটিয়ে মারা হয়।’
স্থানীয়দের সূত্রে তিনি বলেন, চর খিজিরপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইমনের বাবা আব্দুর সালামের সঙ্গে খোরশেদের বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাত ১টার দিকে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে দেয়াল তুলতে যান খোরশেদ।
তখন ইমনের পরিবারের লোকজন বাধা দিলে তারা ফিরে যায়। পরে বাড়ির পাশের রাস্তায় ইমনকে পেয়ে ধরে নিয়ে যায় খোরশেদের লোকজন। কিছু দূর নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর