চট্টগ্রাম নগরীতে অভিযান রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। অভিযানে তাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। শুক্রবার বিকেলে নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো রাশেদুজ্জামান বলেন, ‘শুক্রবার বিকেলে নগরীতে পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে চকবাজার এলাকা থেকে ২ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ মো. আরিফ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। শাহ আমানত সেতু এলাকায় অপর একটি অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার