চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ১৮তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলে রেখে যান। চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ২০ জন চিকিৎসক মারা যান বলে জানা যায়।
জানা যায়, ডা. মোস্তাফিজুর রহমান করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বাদ এশা নগরীর কাপাসগোলা জামতলা মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, ডা. মোস্তাফিজুর রহমান ১৯৮২ সাল থেকে টানা ৩৯ বছর সীতাকুণ্ড-মিরসরাই অঞ্চলে নিরলস সেবা প্রদান করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার