করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন চট্টগ্রাম নগরের দৃষ্টি প্রতিবন্ধী, অটোরিক্সা-টেম্পু ও বিভিন্ন মোটর শ্রমিকসহ ৩০০ সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে এসব উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল- সাত কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল ও ১ টিঁ সাবান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন, প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা নাজির মো. জামাল উদ্দিন, অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন। স্বেচ্ছাসেবক টিম তৃণমূল সামাজিক, যুব উন্নয়ন সংস্থা এবং বেটার ফিউচার বাংলাদেশ ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময়ে বাস, অটোরিক্সা ও টেম্পুসহ সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকার কারণে চালক-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ে। তারা মানবেতর দিনযাপন করছে। বিষয়গুলো বিবেচনায় রেখে কর্মহীন প্রত্যেক শ্রমিককে সরকারি ত্রাণের আওতায় আনা হচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হবে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি বিভিন্ন ধরণের প্রতিবন্ধী, অসহায় নির্মাণ শ্রমিক, ছিন্নমুল, দুস্থ, হিজড়া জনগোষ্ঠী, সেলুন কর্মচারি, বেদে, হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছে বা সাহায্য চেয়ে সরকারি ৩৩৩ নম্বরে ফোন ও আমাদের কাছে এসএমএস করছেন প্রত্যেককে রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার