ডুবে থাকা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ‘এমভি হ্যাং গ্যাং-১’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে লাইটার জাহাজটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম বন্দর থেকে গ্যাস লাইনের পাইপ নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল হ্যাং গ্যাং-১। পথে জাহাজটি স্টিয়ারিং ফেল করে ডুবে থাকা জাহাজ ‘এমভি ফুলতলা-১’র সাথে ধাক্কা লাগে। এতে করে জাহাজটি ডুবে যায়। তবে নাবিকরা নিরাপদ রয়েছেন।
তিনি জানান, গত ১০ জুলাই ডুবে যায় লাইটার জাহাজ 'এমভি ফুলতলা-১'। দুর্ঘটনা এড়াতে ১১ জুলাই মার্কিং বয়া স্থাপন করা হয়। ‘এমভি হ্যাং গ্যাং-১’ জাহাজটির স্টিয়ারিং ফেল করায় নিয়ন্ত্রণে রাখা যায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর