চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনায় সৃষ্ট পরিস্থিতিতে লকডাউন চলাকালে নগরীর অসহায় ১৬০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিরতণ করেন। প্রতি প্যাকেট উপহারে ছিল ৭ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মাসুদ কামাল।
আরও উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনারে পিএস খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি-চান্দগাঁও) মামনুন আহমেদ অনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা, স্টাফ অফিসার টু ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, আশরাফুল আলম, রাজীব হোসেন, জিল্লুর রহমান, সুরাইয়া ইয়াসমিন, ফাহমিদা আফরোজ, রেজওয়ানা আফরিন, নুর জাহান আক্তার সাথী, সোনিয়া হক, প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী ও জেলা নাজির মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী আজ বিপর্যন্ত। দেশের ক্রান্তিলগ্নে শেখ হাসিনার নির্দেশে মানবিক সহযোগিতা নিয়ে সমাজের অসচ্ছল ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। করোনাকালে কোনো মানুষ খাদ্য সংকটে থাকবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন নিয়মিত কাজ করছে। কর্মহীন কেউ যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায়, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে ঠিক, তখনই করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সময়ে সারাবিশ্ব খুব খারাপ সময় অতিক্রম করছে। করোনা পরিস্থিতিতে লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছে সরকার তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে যেসব শ্রমজীবী মানুষ একেবারে কর্মহারা হয়ে পড়েছে বা কষ্টে আছে তাদের প্রত্যেককে ত্রাণের আওতায় আনতে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। কঠোর লকডাউনে যারা অতি কষ্টে দিনযাপন করছেন তাদের প্রত্যেককে সরকারি ত্রাণের আওতায় আনা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই