২৬ জুলাই, ২০২১ ২১:০০

লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামে মাঠে কাজ করছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামে মাঠে কাজ করছে প্রশাসন

সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ অমান্য করায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৮টি মামলায় ১ লাখ ২৭ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন, বিআরটিএ ও সিটি করপোরেশনের ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও শপিংমলে অভিযান পরিচালনা করে অর্থদণ্ডের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর