চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নারীর নাম মনোয়ারা বেগম। শনিবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানা পুলিশ জানায়- শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার