চট্টগ্রামের বাঁশখালী থানার বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি মো. আলমগীর প্রকাশ দিদার ডাকাতসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন- বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা ৭ নম্বর ওয়ার্ডেল মো. আলমগীর (৫০) ও একই এলাকার মো. বাদশা (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, কিছু মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বাঁশখালী থানার বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা থেকে বাঁশখালীর দিকে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কালীপুর ইউনিয়নের জামাল হোসেনের চা দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে, নিজ হেফাজতে থাকা লুঙ্গির কোমরের পেছনে গোঁজা এবং হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১টি একনলা বন্দুক, ২টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আটক মো. আলমগীর প্রকাশ দিদার ডাকাত বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার