চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকার একটি পানি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অংশ নেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও পরিদর্শক (মেট.) মো. জিল্লুর রহমান।
জানা যায়, বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়েই ওই পানি কারখানায় ড্রিংকিং ওয়াটার উৎপাদন করা হচ্ছিল। জারে ভরে ওই পানি বাজারজাত করছিল কারখানার উদ্যোক্তারা। তাই বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন