চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সিটি কর্পোরেশন ভবনের সামনের সড়কে কালভার্টের নিচ দিয়ে যাওয়া টিঅ্যান্ডটির তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এখান থেকে অপটিক্যাল ফাইবার ও তামার এই দুই রকমের ৩ মিটার করে তার কাটা হয়। এ কারণে নন্দনকানন এক্সচেঞ্জের আওতাধীন আট শতাধিক টেলিফোন লাইন অচল হয়ে পড়ে। গত ২১ আগস্ট থেকে লাইনগুলো কাটা। তার চুরির ঘটনায় গত ২৩ আগস্ট কোতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
জানা যায়, গ্রাহকদের সেবা বঞ্চিত হওয়ার খবরে গত ২২ আগস্ট থেকে তা মেরামতের কাজ শুরু করেছে টিঅ্যান্ডটি। গত তিন দুই দিনে অপটিক্যাল ফাইবারের সংযোগ স্থাপন করেছে। বর্তমানে তামার তারটির সংযোগ দেওয়ার কাজ চলছে।
টিঅ্যান্ডটি চট্টগ্রাম অঞ্চলের উপ মহা-ব্যবস্থাপক একেএম বজলুর রশীদ বলেন, রাতের আঁধারে কে বা কারা কালর্ভাটের নিচ থেকে চুরির জন্য তিন মিটার মতো তার কেটে দেয়। ফলে ননন্দকানন এক্সচেঞ্জের আট শতাধিক টেলিফোন লাইন অচল হয়ে পড়ে। তার কাটলেও তারা সেটা নিতে পারেনি। খবর পেয়ে আমরা মেরামতের কাজ শুরু করি। আশা করি শীঘ্রই মেরামত কাজ শেষ করা যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা