চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় কনটেইনারবাহী গাড়ির ধাক্কায় মাছবাহী পিকআপের হেলপার মো. রাজিব (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাজিব ভোলা জেলার সদর থানার ইলিশা এলাকার মো. ইমনের ছেলে।
চমেক হাসপাতালের জেলা পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, মাছবাহী পিকআপ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। কুমিরার বদ্দারহাট এলাকায় গাড়ি রেখে দুপুরের ভাত খেতে যায়। খাওয়া শেষে গাড়িতে উঠার সময় পেছন থেকে কনটেইনারবাহী একটি গাড়ি ধাক্কা দিলে রাজিব গুরুতর হয়। আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার