ভিক্ষুক সেজে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত ওই আসামির নাম আলী হোসেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলী হোসেনের নামে নগরীর কোতোয়ালী থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া আলী হোসেন একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মামলার রায় হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। হদিস না পেয়ে ভিক্ষুক সেজে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করতে থাকে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভিক্ষুক ছদ্মবেশে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর