চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তার নাম খোরশেদ খান। অভিযানে তার কাছ থেকে এক হাজার ৮৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল শুক্রবার রাতে নগরীর হালিশহর থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল শুক্রবার রাতে হালিশহর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ১৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর