চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক মাইক্রোবাস চালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- মাইক্রোবাস চালক মো সালাউদ্দিন এবং হেলপাল জসিম উদ্দিন। গত শনিবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়- কক্সবাজার থেকে মাইক্রোবাস করে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার