চট্টগ্রামে রেল লাইনের পাশ থেকে হুমায়ন কবির নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সীতাকুন্ডের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের পাশে রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হুমায়ন কবির ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশে মর্গে প্রেরণ করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি বলেন, তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন