চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস শিল্পী। অভিযানে তার কাছ থেকে প্রায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে পটিয়ার ইন্দ্রোপুল এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে ইন্দ্রোপুল এলাকায় চেক পোস্ট বসায় র্যাব। কক্সবাজার থেকে আসা একটি বাসকে থামার সংকেত দিলে গ্রেফতারকৃত নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে গ্রেফতার করে ব্যাগে তল্লাশি করে প্রায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃত নারীকে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর