চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় ফরিদ আলম (৪৪) নামে এক ব্যক্তির ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি হলো কক্সবাজার জেলার টেফনাফ থানার মরিচ্যাঘোনা ১ নম্বর ওয়ার্ডে আব্দুল গফুরের বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে ফরিদ আলম (৪৪)।
মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারি মো. ওমর ফুয়াদ।
তিনি বলেন, মাদকের মামলায় ফরিদুল আলম নামের এক আসামিকে ৬ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে আরো জানা যায়, গত ২০১৮ সালের ২ নভেম্বর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক বশরুজ্জামান চত্বরে একটি বাস থেকে ফরিদুল আলমকে আটক করা হয়। শরীরে তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভিতরে লুকানো স্কচ টেপ মোড়ানো একটি প্যাকেট থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্টো উপ-অঞ্চল বাকলিয়া সার্কেলের তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।আদালতে এ মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার