দোয়া মাহফিল ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা।
মঙ্গলবার দুপুরে নগরীর সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসায় এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন নিশাতের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জালাল হোসেন, সাধারণ সম্পাদক আসিফ শাহিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, আলীউল কবির ও আমির সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই