চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাস সিগন্যাল সড়কে গাড়ি উল্টে উর্মি বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছে। উর্মি সানোয়ারা আবাসিক এলাকার রিয়াজ কলোনির মো. কামালের স্ত্রী।
শুক্রবার ওই এলাকার বালুর টাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক।
তিনি বলেন, বালুর টাল এলাকায় গাড়ি উল্টে আহত নারীকে সকাল ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল