করোনা প্রাদুর্ভাব পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় কমিটি নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে চট্টগ্রাম ছাত্রদলের গুরুত্বপূর্ণ দুই ইউনিট মহানগর ও উত্তর জেলা। আংশিক কমিটি দিয়ে পাঁচ বছর চলার পর পূর্ণাঙ্গ হচ্ছে উত্তর জেলা ছাত্রদলের কমিটি। একই ভাবে নগরীর ৭৪ ইউনিট কমিটি ঘোষণার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হচ্ছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ওয়ার্ড এবং থানা কমিটিগুলো গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে সিংহভাগ ইউনিটের কর্মী সমাবেশ ও নেতাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ইউনিট কমিটিগুলো ঘোষণা করা হবে।’
উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ওই কমিটিতে স্থান পাবেন মামলা হামলার শিকার ও ত্যাগী নেতারা।’ ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘উত্তর জেলা ছাত্রদলের শান্তনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কয়েক দিনের মধ্যে ফের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।’
জানা যায়, ২০১৬ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করে কেন্দ্র। গত পাঁচ বছর আংশিক কমিটি দিয়েই চলছিল ছাত্রদলের কার্যক্রম। এ নিয়ে ক্ষোভের শেষ নেই উত্তর জেলা ছাত্রদলের নেতা কর্মীদের। অবশেষ সব নেতাদের অনুসারীদের নিয়েই উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে। যাতে স্থান পাচ্ছে উত্তর জেলা ছাত্রদলের ৩৫ ইউনিটের ৩০১ নেতা।
শান্তনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর পরই ফের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে উত্তরে। যাতে আহ্বায়ক হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক তকিবুল হাসান তকি, কাজী সেলিম এবং সরোয়ার হোসেন রুবেল এবং সদস্য সচিব হিসেবে আলোচনায় রয়েছেন সুজা দৌলা সজিব, শহীদুল ইসলাম, মিনহাজ উদ্দিন এবং বেলাল উদ্দিন মুন্না। এক বছর আগে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ ছিল সাংগঠনিক কার্যক্রম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের চালু হয় ছাত্রদলের কার্যক্রম। এরই মধ্যে মহানগর ছাত্রদলের ৭৪ ইউনিটের মধ্যে বেশির ভাগরই কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে। নেয়া হয়েছে সম্ভাব্য নেতাদের যাবতীয় তথ্য। দ্রুত সময়ের মধ্যেই ঘোষণা হচ্ছে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি।
বিডি প্রতিদিন/হিমেল