চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম বলেন, রাস্তার পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ