চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আবদুল্লাহ আল মাসুম নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের পরপরই ঘটনার তদন্তের দাবিতে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। শনিবার গভীর রাতে উপজেলার ইছামতি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুম আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুফের ছেলে।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে ইছামতি এলাকায় যায় মাসুম। রাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।’
নিহতের পিতা মো. ইউছুপ বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত দাবি করছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে এলাকাবাসীও বিক্ষোভ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার