চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার কালিরহাট এলাকার একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মি নামের ২১ বছর বয়সী এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্মি কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মোজাম্মেল হকের মেয়ে। বর্তমানে একটি পোশাক কারখানায় চাকরির পাশাপাশি বসবাস করেন সলিমপুর এলাকার কালিরহাটে।
সোমবার সলিমপুরের কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
তিনি বলেন, ঘরের ভিতরে ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়া। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে আসা হয়। তবে উর্মি গত ১ অক্টোবর বাসাটি ভাড়া নিয়েছিল বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার