চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রতন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ ৩ জন আহত হয়। নিহত রতন দাস (৫০) চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকার সুধীর দাসের ছেলে।
সোমবার উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই রাস্তার শেখ রাসেল অ্যাভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাঙ্গুনীয়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহেদুর রহমান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া আরও তিন জনকে আহত অবস্থায় পাওয়া যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার