চট্টগ্রামে করোনাভাইরাস মোকাবিলায় আরও ২১ হাজার ডোজ টিকা পৌঁছেছে। সোমবার বেলা ১১টার দিকে টিকাগুলো চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।
এ সময় টিকাগুলো গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নওশাদ খান। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও ইপিআই প্রধান হামিদ আলী প্রমুখ।
চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, চট্টগ্রামে নিয়ম মতে চাহিদানুযায়ী টিকা আসছে। প্রতিদিন এসব টিকা নগর ও উপজেলার বাসিন্দারা গ্রহণ করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন