বঙ্গোপসাগরের পতেঙ্গা সি বীচ এলাকায় হলুদ বয়ার সামনে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে টিটু সেভেন নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় জাহাজে থাকা ১১ নাবিক সাঁতার কেটে নিরাপদে উপকূলে আসতে সক্ষম হয়েছেন।
চট্টগ্রাম কোস্ট গার্ডের স্টাফ অফিসার ল্যাফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, পতেঙ্গা সি-বীচের কাছাকাছি হলুদ বয়ার সামনে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি লাইটার জাহাজ ডুবে যায়। তবে ওই জাহাজে থাকা ১১ নাবিক সাঁতার কেটে নিরাপদে উপকূলে চলে আসতে সক্ষম হন। বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, টিটু সেভেন নামের একটি লাইটার জাহাজের তলা ফেটে ডুবে যায়। এক সপ্তাহের মধ্যে জাহাজটি উদ্ধার করা হবে। তবে লাইটার জাহাজে থাকা ১১ নাবিক সাঁতার কেটে নিরাপদে উপকূলে আসতে পেরেছেন। তারা সকলে সুস্থ আছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর