চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকা অজ্ঞাত (৩৭) নারী খুন হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, সকাল আটটার দিকে ছোট দারোগারহাট এলাকায় রাস্তার পাশে ওই নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পেটের নাড়ি-ভুড়ি বের হয়ে গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন