মহানবীর হযরত মুহাম্মদ (সা.) এর দুনিয়ায় শুভাগমনের মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া। শুক্রবার জুমার নামাজের পর নগরীর দামপাড়া জমিয়াতুল ফালাহ মসজিদ চত্বর থেকে র্যালি শুরু হয়। পরে তা আলমাস, কাজির দেউড়ি, আসকার দীঘির পাড়, জামাল খান মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহানগর সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন মাইজভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের সাবেক সভাপতি খলিফা মুহাম্মদ ইকবাল রিসালপুরী। বিশেষ অতিথি ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসীন চৌধুরী মাইজভান্ডারী, খলিফা কাজী শহীদুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল