২৮ অক্টোবর, ২০২১ ১৯:২৫

ফ্লাইওভারে ফাটল; নিরপেক্ষ তদন্তে চুয়েট-সওজকে চিঠি চসিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফ্লাইওভারে ফাটল; নিরপেক্ষ তদন্তে চুয়েট-সওজকে চিঠি চসিকের

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটল সৃষ্টির বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ নিয়ে চসিক বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) উপযুক্ত প্রতিনিধির নাম দিতে একটি চিঠি দিয়েছে। এ দুই সংস্থার অভিজ্ঞ প্রতিনিধি তদন্ত করবে ফ্লাইওভারের ফাটলের বিষয়টি।   

প্রসঙ্গত, গত সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেখে ফাটল মনে করে চান্দগাঁও থানা-পুলিশ আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকেই চান্দগাও মুখী র‌্যাম্প দিয়ে যানবাহন চলাচল বন্ধ আছে।     

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, আমরা বৃহস্পতিবার চুয়েট ও সওজের কাছে চিঠি দিয়েছি। চুয়েট সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন অধ্যাপক এবং সওজ একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নাম প্রস্তাব করবে। তারাই ফ্লাইওভারের বিষয়টি নিয়ে তদন্ত করবে। এরপর তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর