চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার মোড়ে ছুরিকাঘাতে সুলতান আহমেদ (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুলতান ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মকবুলের ছেলে।
জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি যাচ্ছিলেন সুলতান আহমেদ। এ সময় বাড়ির সামনে তিনি একজন অপরিচিত লোককে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করতে গেলে লোকটি দৌঁড়ে পালিয়ে যায়। সুলতান তার পিছু নিলে ওই অপরিচিত ব্যক্তি তার কাছে থাকা ছুরি দিয়ে সুলতানকে আঘাত করলে তিনি মাটিতে পরে যান। তখন তার ভাতিজা মো. ইকবাল বাঁচাতে গেলে তার সঙ্গে হাতাহাতিও হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই জাহিদুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ড থেকে ছুরিকাঘাত হওয়া সুলতান নামে এক বৃদ্ধকে আনা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএম