চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় বয়ান উদ্দিন নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট। শুক্রবার কক্সবাজার জেলার মাতারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার হওয়া বয়ান এনআইডি জালিয়াতি চক্রের হোতা জয়নাল আবেদীনের অন্যতম সহযোগী। তিনি নির্বাচন কমিশন (ইসি) অস্থায়ী ডেটা এন্টি অপারেটর।
সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার ফারুক উল হক বলেন, ‘বয়ান এনআইডি জালিয়াতি চক্রের হোতা জয়নালের অন্যতম সহযোগী। এনআইডি জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া কয়েকজনের জবানবন্দিতে উঠে আসে বয়ানের নাম। শুক্রবার মহেশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড পাওয়া হলে আদালত দুই দিনের রিমাÐ মঞ্জুর করেন।’
উপ-কমিশনার বলেন, জয়নালের সাথে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে যাতায়াত করতেন বয়ান। রোহিঙ্গা দালাল নজিবল্লাহ এবং আবসারুল্লাহর মাধ্যমে জয়নালের বাসায় ভোটার করাতেন বয়ান। এ জন্য প্রতি মাসে তাকে ২০ হাজার টাকা করে দিতেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২২ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর কোতোয়ালী থানায় এনআইডি জালিয়াতির ঘটনায় মামলা দায়ের করা হয়। এর চার দিন পর আঞ্চলিক নির্বাচন অফিসে স্মার্ট কার্য তুলতে গিয়ে ধরা পড়েন লাকি আকতার নামে এক রোহিঙ্গা। এরপর বের হয়ে আসতে থাকে এনআইডি জালিয়াতির ঘটনা। এ মামলায় ১৮ জনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম