চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী মালিকুল মাশফিক হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই শিক্ষককের নাম জাফর আহমদ। শনিবার রাতে তাকে গ্রেফতার দেখানো হয়। এরআগে মাশফিকের মামা বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার্থী মাশফিক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষক জাফর আহমদকে গ্রেফতার দেখানো হয়। এরআগে মাশফিকের মামা মাসুদ খান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার সকালে চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী মালিকুল মাশফিকের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম