চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা থেকে নগরবাসীর ভোগান্তি লাঘবে ও খালগুলোর চিরচেনা রূপ পুনরুদ্ধারে চলছে অভিযান। এরই অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরের পূর্ব ষোলশহর ওয়ার্ডের মাইজপাড়াস্থ বীর্জাখাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রবিবার সকালে পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় উপস্থিত ছিলেন চসিক নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম প্রমুখ।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নগরীর সকল খাল থেকে পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। কারণ খালগুলো অবৈধ স্থাপনামুক্ত না হলে জলাবদ্ধতা নিরসন হবে না। তাই নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল