মাহমুদা খানম মিতু হত্যা মামলার ঘটনায় বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। রবিবার মামলা গ্রহণের এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক আবু জাফর মো ওমর ফারুক বলেন, মিতুর বাবার দায়ের করা মামলায় পিবিআই’র দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। একই সাথে মামলায় থাকা আসামি, সাক্ষীদের জবানবন্দিসহ সকল নথিপত্র বাবুল আকতারের দায়ের করা মামলায় যুক্ত করতে আদেশ দিয়েছেন।’
বিডি প্রতিদিন/এএম