চট্টগ্রাম নগরীর তুলাতলি এলাকায় অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয় দুর্বৃত্তদের মারধরের শিকার হয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগের ফোরম্যান এনায়েত উল্লাহ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
এ সময় রেলওয়ের অন্তত আটজন কর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসাইন বলেন, গোয়ালপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় সেখানে প্রায় একশত মানুষ জড়ো হয়ে যায়। এক পর্যায়ে তাদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা শুরু হয়। মানুষের জটলা থেকে হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। এতে প্রকৌশলী এনায়েত উল্লাহসহ কয়েকজন কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন